প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী এস এ আপনের নতুন গান প্রাণ বন্ধুরে।
গানের কথা লিখেছেন হেদাতুলনেসা রিমু।সুর করেছেন এস এ আপন এবং আহমেদ সজিব।আহমেদ সজিবের সংগীতায়োজনে বিরহধর্মী গানটিতে ওঠে এসেছে হাজারো প্রেমিক প্রেমিকার মনের হাহাকারের গল্প।
নতুন গান প্রসঙ্গে এস এ আপন বলেন, এই গানের কথাগুলো অসাধারণ, আমি আশা করি আমার এই গানটা প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নেবে।সাধারণত আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, এই গান সেরকমই একটি গান।
গানটির সম্পর্কে জ্যাক মাল্টিমিডিয়ার কর্ণধর জসিম মন্ডল জানান, গানের কথা এবং আপনের গায়কি এবং সুর সব মিলিয়ে অসাধারণ ছিল আমার বিশ্বাস শ্রোতারা আমার অন্য গান থেকেও ভালো সারা দিবে।এই গানটিতে আমি নিজে অভিনয় করেছি, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে ভালো মানের একটি কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো মানের মিউজিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।আমাদের ক্ষুদ্র চ্যানেলটা সাপোর্ট করবেন।
গানটির চিত্রগ্রহণ, ভিডিও পরিচালনা করেছেন এস এ সজিব।গানটিতে অভিনয় করেছেন, জসিম মন্ডল, মোঃ ফারুক, সাথী।
এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এস এ আপনের আরো একাধিক গান মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।