১১ মার্চ বিএনপি'র জেলা কর্মসূচী সফল করার লক্ষ্যে শুক্রবার বাদ আসর সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা দলীয় অফিসে অনুষ্ঠিত হয়।
সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহবায়ক শেখ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ন সম্পাদক, বর্তমান যুগ্ম আহবায়ক, জাবি ছাত্রদল নেতা আক্তারুজ্জামান বাপ্পী'র পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি যথাক্রমে সিরাজুল ইসলাম বাবলু, মোঃ আব্দুল গফুর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, মহিউদ্দিন, নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ শেখ, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ আল মামুন, আশরাফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আগামীকাল সাতক্ষীরা জেলা কর্মসূচী সফল করার লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক লোক উপস্থিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।