ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য নিরসন এই প্রতিপাদ্যকে ঘিরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে বিপুল উৎসাহ উদ্দিপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে এবং উৎসবমূখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্য বুধবার (৮ই মার্চ) সকাল ১১টায় উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে ইউনিয়ন পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেরনা নামক একটি নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানকে ঘিরে নারীদের মধ্য এক উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
পরে সংরক্ষিত ইউপি সদস্য শিপ্রা হালদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কহিনুর বেগম, সমাজসেবক শিবু ভান্ডারী, আশালতা মিস্ত্রি ও বিকাশ রায় প্রমূখ।