আলামিন সরকারের “সখি আমার নতুন প্রেমে মন মজাইছে”

- আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৫৬৬ বার পড়া হয়েছে

খুব শীঘ্রই আলামিন সরকারের কন্ঠে “সখি আমার নতুন প্রেমে মন মজাইছে” শিরোনামে অসাধারণ একটি গান।গানটি লিখেছেন, সুর করেছেন ও কন্ঠ দিয়েছেন আলামিন সরকার ও গানটির সংগীত পরিচালনা করেছেন এই সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক সজল বাবু।
গানটির বিষয়ে আলামিন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গানটি আমার খুব পচ্ছন্দের, আমি নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে কথামালা সাজিয়েছি ও সুর করেছি।গানটি ব্যাক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে।আর সজল বাবু ভাইয়া অসাধারণ সংগীত পরিচালনা করেছেন।আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
এই বিষয়ে সজল বাবু বলেন, গানটির কথামালা সুর ও কন্ঠ আলামিন খুব সুন্দর দিয়েছে ও আমি আমার সেরাটা দিয়ে সংগীত পরিচালনা করেছি।গানটা নিয়ে আমি আশাবাদী, আমার কাছে মনে হয় গানটি দর্শকদেরও খুব লাগবে।
গানটির ভিডিও করেছেন সময়ের জনপ্রিয় মুখ সাকিব আল মামুন।সাকিব আল মামুন বলেন, গানটি খুব ভালো হইছে আশা করি সবার ভালো লাগবে।গানটি আসবে Srijon Music ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ।