মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

৭ই মার্চ স্মরণে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃত।৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ ছিলো না, ঐ ভাষণের মধ্যে দিয়ে বাঙ্গালী জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে দীক্ষিত করেছিলেন বঙ্গবন্ধু।এই ভাষণ জাতিসংঘের সংস্থা ইউনেস্কো কর্তৃক “বিশ্ব প্রামান্য দলিল” মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃত অর্জন করেছে।আনুষ্ঠানিক ভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস হলেও প্রকৃতপক্ষে ৭ মার্চের ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা।যে ভাষণের মধ্যে দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ করেছিলেন বঙ্গবন্ধু।

বক্তারা আরো বলেন, আজ আমরা ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করছি, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সমস্ত উন্নয়ন ও অর্জনকে ম্লান করে দিতে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে।বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেলে পরিচিতি লাভ করেছে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা’র এই অর্জনে তাদের গা জ্বালা করে, তাই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।সকলকে এই অপচেষ্টা রুখে দিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকার বিজয়কে তরান্বিত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মাহাবুব-উল আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, সদস্য আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন চাঁদ, কে এম জুয়েল জামান, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =


অফিসিয়াল ফেসবুক পেজ

x